নন-লাইফে বড় সমস্যা সার্ভে রিপোর্ট: গকুল চাঁদ দাস

নিজস্ব প্রতিবেদক: নন-লাইফে বড় সমস্যা সার্ভে রিপোর্ট। সার্ভেয়ররা সময়মতো গ্রাহকদের রিপোর্ট দিচ্ছে না। এমনটাই জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য গকুল চাঁদ দাস। সার্ভেয়রদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাদারিত্বের কোন শেষ নেই। আপনাদের পেশাদারিত্বের শেষ করতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশনের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ।

গকুল চাঁদ দাস বলেন, আইডিআরএ এখনো শিশু অবস্থায় আছে। আমাদের আইনের আনেক ঘাটতি রয়েছে। আমরা সার্ভেয়রদের লাইসেন্স এর বিধিমালা করতে পারিনি।তিনি বলেন, নন-লাইফের সমস্যাগুলো সমধান করতে আমাদের কখনো যেতে হচ্ছে বীমা আইন-২০১০ এ, কখনো ১৯৫৮’র বিধিমালায়, আবার কখনো যেতে হয় ১৯৩৮ সালের আইনে।

সার্ভেয়রদের উদ্দেশ্যে গকুল চাঁদ দাস বলেন, আপনাদের জন্য বড় বিপদের আইন ১২৮ ধারা। এই ধারায় লাইসেন্স বাতিলের বিধান, এক্ষেত্রে সাবধান থাকতে হবে। তিনি আরো বলেন, বীমা কোম্পানিগুলো ঘুরে ফিরে ৪/৫টি সার্ভেয়র কোম্পানিকে কাজ দিচ্ছে। যা ইমিডিয়েট বন্ধ করতে হবে।