লাইফ বীমায় এজেন্ট সংখ্যা ৩ লাখ ৭০ হাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ বীমাখাতে পলিসি বিক্রির কাজে নিয়োজিত রয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৫৮৮ এজেন্ট। যাদের পদবি ফিনান্সিয়াল এসোসিয়েট বা এফএ। লাইফ ও নন-লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতা মূল্যায়ন শীর্ষক দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য মতে, সবচেয়ে বেশি এজেন্ট রয়েছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। কোম্পানিটিতে এজেন্টের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫১৪ জন। অন্যদিকে সবচেয়ে কম এজেন্ট নিয়ে ব্যবসা পরিচালনা করছে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটিতে এজেন্টের সংখ্যা ১২ জন। আর বায়রা লাইফ তাদের এজেন্ট সম্পর্কে কোন তথ্য দেয়নি।
এ ছাড়াও আলফা ইসলামী লাইফে এজেন্টের সংখ্যা ১৮১, বেস্ট লাইফে ৭৬৪, চার্টার্ড লাইফে ১৬৫, ডায়মন্ড লাইফে ১০১, ডেল্টা লাইফে ১৪ হাজার ৯৮৫, গোল্ডেন লাইফে ৬৩৫, গার্ডিয়ান লাইফে ৪৯৩, হোমল্যান্ড লাইফে ২ হাজার ৮৩২, যমুনা লাইফে ১৮৭, জীবন বীমা করপোরেশনে ২২ হাজার ৫৬০, এলআইসি বাংলাদেশে ১ হাজার ৪৬ জন।
মেঘনা লাইফে ১৬ হাজার ৩৫, মার্কেন্টাইল ইসলামী লাইফে ৪৫৬, মেটলাইফে ১৪ হাজার ৭৬৭, ন্যাশনাল লাইফে ২৬ হাজার ৯৩৭, এনআরবি গ্লোবাল লাইফে ২২৩, পদ্মা ইসলামী লাইফে ৭ হাজার ৫২৮, পপুলার লাইফে ১ লাখ ৪ হাজার ১০৬, প্রগতি লাইফে ১১ হাজার ৮৫০, প্রাইম ইসলামী লাইফে ৫ হাজার ৩২১ জন এজেন্ট বা এফএ রয়েছে।
প্রগ্রেসিভ লাইফে ১ হাজার ৩১৫, প্রটেক্টিভ ইসলামী লাইফে ৩৭৩, রূপালী লাইফে ৬ হাজার ৯৫০, সন্ধানী লাইফে ৩ হাজার ২৪৯, সোনালী লাইফে ১ হাজার ৮৬০, সানলাইফে ৩ হাজার ৭৬, সানফ্লাওয়ার লাইফে ৫ হাজার ৬১৮, ট্রাস্ট ইসলামী লাইফে ১ হাজার ১৭৪ এবং জেনিথ ইসলামী লাইফে ১ হাজার ২৭৫ জন এজেন্ট রয়েছে।
উল্লেখ্য, লাইফ বীমাখাতে ২০১৮ সালের প্রথমার্ধে প্রিমিয়াম আয় হয়েছে ৩ হাজার ৮১১ কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি এজেন্ট নিয়ে ফারইষ্ট ইসলামী লাইফ আয় করেছে ৪৬০ কোটি ১৪ লাখ টাকা, যা কোম্পানিগুলোর মধ্যে তৃতীয়। সবচেয়ে কম এজেন্ট নিয়ে স্বদেশ লাইফ আয় করেছে ১ কোটি ১৩ লাখ টাকা, যা কোম্পানিগুলোর মধ্যে সর্বনিম্ন।