অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ল ২ করপোরেশনের
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন এবং জীবন বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধনের পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই মূলধন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়।
এখন থেকে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’র ক্ষেত্রে অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ১২৫ কোটি টাকা। আর জীবন বীমা করপোরেশন (জেবিসি)’র ক্ষেত্রে অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা।
এরআগে সাধারণ বীমা করপোরেশন’র অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনও ছিল ২০ কোটি টাকা। একইভাবে জীবন বীমা করপোরেশন’র অনুমোদিত মূলধন ছিল ২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনও ছিল ২০ কোটি টাকা।
দেশের সকল ধরণের নন-লাইফ বীমা ও পুনর্বীমা ব্যবসা করার জন্য ইন্স্যুরেন্স করপোরেশন অ্যাক্ট ১৯৭৩ (অ্যাক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয় সাধারণ বীমা করপোরেশন। একই দিনে এবং একই আইনের অধীনে জীবন বীমা করপোরেশনও গঠন করা হয়। দু’টো প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন-ই প্রদান করে বাংলাদেশ সরকার।