প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি ৮%, সম্পদে ১৩%, বিনিয়োগে ৭%
নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে দেশের বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম আয়ে ৮%, সম্পদে ১৩% এবং বিনিয়োগে ৭% প্রবৃদ্ধি দেখিয়েছে। এ ছাড়াও লাইফ বীমা কোম্পানিগুলোর লাইফ ফান্ডে প্রবৃদ্ধি হয়েছে ৩%। বীমা মালিকদের সংগঠন বিআইএ’র ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালে বেসরকারি খাতের লাইফ বীমা কোম্পানিগুলো ৭ হাজার ৭৩১ কোটি ৮০ লাখ টাকা প্রিমিয়াম আয় করে। যা ২০১৬ সালে ছিল ৭ হাজার ৯৫ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য বছরে লাইফ বীমাখাতে প্রিমিয়াম আয় ৬৩৬ কোটি ৪০ লাখ টাকা বা ৮.৯৭% প্রবৃদ্ধি হয়েছে।
একই সময়ে লাইফ বীমা কোম্পানিগুলোর লাইফ ফান্ডের পরিমাণ ৬৯৯ কোটি ১০ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭০ কোটি ৬০ লাখ টাকা। যা ২০১৬ সালে ছিল ২৭ কোটি ৪৭১ লাখ ৫০ লাখ টাকা। অর্থাৎ ২০১৭ সালে লাইফ বীমা কোম্পানিগুলোর লাইফ ফান্ড বেড়েছে ২.৫৪%।
২০১৬ সালে লাইফ বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ ছিল ২৪ হাজার ৩১ কোটি ১ লাখ টাকা। যা ২০১৭ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৫২৬ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য বছরে কোম্পানিগুলোর বিনিয়োগ ১ হাজার ৪৯৫ কোটি ১০ লাখ টাকা বা ৬.২২% বেড়েছে।
এ ছাড়াও ২০১৭ সালে বেসরকারি লাইফ বীমা কোম্পানিগুলোর কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৬ কোটি ৫০ লাখ টাকা। ২০১৬ সালে এই সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৭৬৭ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ বছরটিতে সম্পদের পরিমাণ ১৩% বেড়েছে।
অন্যদিকে নন-লাইফ বীমা কোম্পানিগুলো ২০১৭ সালে মোট প্রিমিয়াম আয় করে ২ হাজার ৬৬৯ কোটি ৪০ লাখ টাকা। এরআগে ২০১৬ সালে এই প্রিমিয়ামের পরিমাণ ছিল ২ হাজার ৫৩৯ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ ২০১৭ সালে ১৩০ কোটি ১০ লাখ টাকা বা ৫.১২% প্রিমিয়াম আয় বেড়েছে।
২০১৭ সালে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সম্পদ ১১.২৭% বেড়েছে। ২০১৬ সালে সম্পদের পরিমাণ ছিল ৬ হাজার ৭৮৪ কোটি ৭০ লাখ টাকা। ২০১৭ সালে ৭৬৪ কোটি ৮০ লাখ টাকা বেড়ে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫৪৯ কোটি ৫০ লাখা টাকা।
এ ছাড়াও ২০১৭ সালে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৩ কোটি ৫০ লাখ টাকা। এরআগে ২০১৬ সালে এই বিনিয়োগ ছিল ৩ হাজার ৪০১ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ ২০১৭ সালে নন-লাইফ খাতে ৪৬১ কোটি ৮০ লাখ টাকা বা ১৩.৫৮% বিনিয়োগ বেড়েছে।