জুলাই থেকে সেপ্টেম্বর

লাইফ বীমায় নতুন পলিসি ইস্যু ৪ লাখ ১০ হাজার ৩৫৭

পাপলু রহমান: চলতি বছরে দেশের ৩২টি লাইফ বীমা কোম্পানির তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ইস্যুকৃত পলিসির সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১০ হাজার ৩৫৭টি। কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) ইস্যুকৃত পলিসির সংখ্যা ছিল দুই লাখ ৯৪ হাজার ৯৫৬টি এবং দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) ছিল তিন লাখ ২৬ হাজার ৬১টি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর তথ্য অনুসারে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিগুলোর ল্যাপস পলিসির সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১১ হাজার ৯৩৬টি, স্যারেন্ডার পলিসির সংখ্যা ১৭ হাজার ৩০৬টি, রিভাইভ পলিসির সংখ্যা এক লাখ ৫০ হাজার ৯০৫টি।

গত ১১ ডিসেম্বর আইডিআর-এর মূল্যায়ন প্রতিবেদনে জীবন বীমা করপোরেশন ও অন্যান্য লাইফ বীমা কোম্পানির সমন্বয় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় লাইফ ও নন-লাইফ কোম্পানির ব্যবসার দক্ষতা মূল্যায়নে কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়, দাবি পরিশোধ, তামাদি পলিসি, ব্যবস্থাপনা ব্যয়, সম্পদ, লাইফ ফান্ড, বিনিয়োগ ও মার্কেট শেয়ারসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) খলিল আহমদ।

তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিগুলোর সচল পলিসির সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৯ লাখ ছয় হাজার ১৯টি।