বাজার হারাচ্ছে মেটলাইফ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমা বাজার হারাচ্ছে বিদেশি মালিকানাধীন কোম্পানি মেটলাইফ (আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি) । অন্যদিকে বাজার বাড়ছে দেশিয় মালিকানাধীন বীমা কোম্পানির। চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে দেশের শীর্ষস্থানীয় এ বীমা প্রতিষ্ঠানের মার্কেট শেয়ার কমেছে প্রায় ৬ শতাংশ। লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতা মূল্যায়ন শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রস প্রিমিয়াম সংগ্রহে মেটলাইফ এর মার্কেট শেয়ার ৩৯.২৭ শতাংশ। দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ জুন শেষে কোম্পানিটির মার্কেট শেয়ার ৮.২৬ শতাংশ কমে দাঁড়ায় ৩১.০৯ শতাংশ। আর তৃতীয় প্রান্তিক তথা সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মার্কেট শেয়ার দাঁড়ায় ৩৩.৫৪ শতাংশ। অর্থাৎ প্রথম প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিক শেষে মেটলাইফের মার্কেট শেয়ার প্রায় ৬ শতাংশ কমেছে।

প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহেও অবস্থান ধরে রাখতে পারেনি বিদেশি মালিকানাধীন দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির অবস্থান নেমে এসেছে দ্বিতীয়তে। অন্যদিকে শীর্ষ অবস্থানে উঠে এসেছে দেশিয় বীমা কোম্পানি পপুলার লাইফ। বছরের প্রথম ৯ মাসে পপুলার লাইফের নতুন প্রিমিয়াম সংগ্রহ ৪৪৩ কোটি ৪৬ লাখ টাকা। আর মেটলাইফের সংগ্রহ ৪৩১ কোটি ৯৮ লাখ টাকা। হিসাব অনুসারে, পপুলার লাইফের মার্কেট শেয়ার ২৪.৮৪ এবং মেটলাইফের মার্কেট শেয়ার ২৪.২০ শতাংশ।

১৯৫২ সাল থেকে বাংলাদেশের বাজারে বীমা ব্যবসা করে আসা মেটলাইফের সচল পলিসি সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৯১ হাজার ৪৭টি। কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ১১ হাজার ৮১২ কোটি ৪১ লাখ টাকা। আর মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৮১৭ কোটি ৬৯ লাখ টাকা। কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারী সংখ্যা ৩৫৫, এজেন্ট সংখ্যা ১৪ হাজার ২৯৭। এ ছাড়াও দেশজুড়ে মেটলাইফের শাখা অফিস রয়েছে ৩৫৫টি।