৯ মাসে ২৭ কোম্পানির অতিরিক্ত ব্যয় ২৩৮ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি-বেসরকারি ২৭টি লাইফ বীমা কোম্পানি ২০১৮ সালের প্রথম ৯ মাসে অনুমোদিত সীমার চেয়ে ২৩৭ কোটি ৯১ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। অন্যদিকে ৫টি কোম্পানি ৮৪ কোটি ৪৩ লাখ টাকা কম খরচ করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩২টি লাইফ বীমা কোম্পানি ৫ হাজার ৭৭৯ কোটি ১৬ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহে ব্যয় করে ২ হাজার ২৩১ কোটি ১৮ লাখ টাকা। তবে ব্যয়ের অনুমোদন ছিল ২ হাজার ৭৭ কোটি ৭০ লাখ টাকা। ৫টি কোম্পানি ব্যয়সীমার কম খরচ করায় সার্বিকভাবে অতিরিক্ত ব্যয় দাঁড়ায় ১৫৩ কোটি ৪৮ লাখ টাকা।
তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম ৯ মাসে সবচেয়ে বেশি অতিরিক্ত ব্যয় করেছে বেসরকারি বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ১৩২ কোটি ৮ লাখ টাকা ব্যয়ের অনুমোদন থাকলেও কোম্পানিটি ব্যয় করেছে ১৭৮ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ ৪৬ কোটি ৫৭ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় ৪০১ কোটি ৮৩ লাখ টাকা।
অতিরিক্ত ব্যয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন লাইফ বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটি ৪৩ কোটি ৫৪ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে। কোম্পানিটির ব্যয়সীমা ছিল ৮৯ কোটি ৪৭ লাখ টাকা, তবে ব্যয় করেছে ১৩৩ কোটি ১ লাখ টাকা। কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় ৩৪৬ কোটি ৩৫ লাখ টাকা।
এ ছাড়াও প্রাইম ইসলামী লাইফ ২২ কোটি ১৬ লাখ টাকা, পদ্মা ইসলামী লাইফ ২০ কোটি ৮২ লাখ টাকা, ফারইষ্ট ইসলামী লাইফ ১৮ কোটি ৮০ লাখ টাকা, সানফ্লাওয়ার লাইফ ৮ কোটি ৮৬ লাখ টাকা, হোমল্যান্ড লাইফ ৮ কোটি ৭৬ লাখ টাকা, প্রগ্রেসিভ লাইফ ৮ কোটি ১ লাখ টাকা, সন্ধানী লাইফ ৭ কোটি ৮৭ লাখ টাকা, মেঘনা লাইফ ৭ কোটি ৩৬ লাখ টাকা, রূপালী লাইফ ৬ কোটি ৩১ লাখ টাকা, প্রগতি লাইফ ৪ কোটি ৮১ লাখ টাকা, ডেল্টা লাইফ ৩ কোটি ৬০ লাখ টাকা, এলআইসি ৩ কোটি ৫২ লাখ টাকা, বেস্ট লাইফ ৩ কোটি ২৯ লাখ টাকা, গোল্ডেন লাইফ ৩ কোটি ১৯ লাখ টাকা, চার্টার্ড লাইফ ২ কোটি ৪১ লাখ টাকা, স্বদেশ লাইফ ১ কোটি ৭৮ লাখ টাকা, আলফা ইসলামী লাইফ ১ কোটি ৪৯ লাখ টাকা, যমুনা লাইফ ১ কোটি ৩৬ লাখ টাকা, এনআরবি গ্লোবাল লাইফ ১ কোটি ২৯ লাখ টাকা, মার্কেন্টাইল ইসলামী লাইফ ১ কোটি ২৫ লাখ টাকা, প্রোটেক্টিভ লাইফ ৭৯ লাখ টাকা, ট্রাস্ট লাইফ ৬২ লাখ টাকা, বায়রা লাইফ ৫৭ লাখ টাকা, ডায়মন্ড লাইফ ৫২ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করে।
অন্যদিকে বছরটির জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে মেটলাইফ ৪৯ কোটি ৮৪ লাখ টাকা, গার্ডিয়ান লাইফ ১২ কোটি ৪০ লাখ টাকা, সোনালী লাইফ ১২ কোটি ৭ লাখ টাকা, পপুলার লাইফ ৯ কোটি ৮০ লাখ টাকা এবং জেনিথ ইসলামী লাইফ ৩২ লাখ টাকা অনুমোদিত সীমার চেয়ে কম ব্যয় করেছে।