বীমা মেলায় উপস্থাপনে কোম্পানিগুলোর তথ্য চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বীমা মেলা-২০১৮’তে দেশের বীমা শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরতে বীমা কোম্পানিগুলোর কাছে তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ১০ জানুয়ারির মধ্যে সংযুক্ত এক্সএল শীটে তথ্য অন্তর্ভূক্ত করে হার্ডকপি ও সফটকপি পাঠাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বীমা কোম্পানিগুলোকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে আইডিআএ।

চিঠিতে বলা হয়েছে, তথ্য পাঠানোর ক্ষেত্রে এক্সএল শীটে কমা বা দশমিক ব্যবহার করা যাবে না। কর্তৃপক্ষের সরবরাহকৃত ছকে ইংরেজিতে তথ্য অন্তর্ভূক্ত করতে হবে। মিলিয়ন বা কোটিতে সংখ্যা না লিখে পূর্ণ অংকে তথ্য অন্তর্ভূক্ত করতে হবে। ছক পূরণপূর্বক সফটকপি [email protected] –এ মেইল করতে হবে এবং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ছক কোনরূপ পরিবর্তন করা যাবে না।