সমাপনী হিসাব দাখিলের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের ১ম বর্ষ ব্যবসার বিপরীতে ব্যাংক জমা এবং সমাপনী হিসাবের প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গতকাল মঙ্গলবার বীমা কোম্পানিগুলোতে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। চিঠিকে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) কাজী মনোয়ার হোসেন।
চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালের ১ম বর্ষ ব্যবসার বিপরীতে ব্যাংক জমার সময়সীমা ৭ জানুয়ারি, ২০১৯ তারিখের পরিবর্তে ১৫ জানুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত বর্ধিত করা হল এবং ২০১৮ সালের ব্যবসায় সমাপনী হিসাবের প্রতিবেদন দাখিলের সময়সীমা ৮ জানুয়ারি, ২০১৯ তারিখের পরিবর্তে ১৬ জানুয়ারি তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল। তবে গত ৫ ডিসেম্বর এ বিষয়ে পাঠানো চিঠির অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।