আইডিআরএ’র ওয়েবসাইট সম্পর্কে ৭ কর্মকর্তাকে প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ওয়েবসাইট সম্পর্কে কর্তৃপক্ষের ৭ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে কর্তৃপক্ষের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এক্সসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস। কর্মশালার সার্বিক তদারকিতে ছিলেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমেদ।