হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালার খসড়া চূড়ান্ত করতে বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা কোম্পানির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা-২০১৯ এর খসড়া চূড়ান্ত করতে বৈঠকে বসছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র সদস্য ও এ লক্ষ্যে গঠিত কমিটির আহবায়ক বোরহান উদ্দিন আহমেদ। কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম-সচিব) ড. মহা. বশিরুল আলম স্বাক্ষরিত এক নোটিশে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।