সাংসদ মাহফুজুর রহমান মিতাকে বিআইপিডি’র সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতাকে ক্রেস্ট সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভলপমেন্ট (বিআইপিডি)।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাজধানীর কাকরাইলে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে বিআইপিডি’র ব্যবস্থাপনা মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী এ অভিনন্দন জানান।

এ সময় রূপালী লাইফের মুখ্য নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া এবং বিআইপিডির ফ্যাক্লাটি মেম্বার একেএম এহসানুল হক (এফসিআইআই), মার্কেটিং ইনচার্জ ও ইন্সট্রাক্টর এহসানুল হক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মাহফুজুর রহমান মিতা। এর আগে তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে সাংসদ নির্বাচিত হন।