ফেব্রুয়ারিতে নয়, মার্চে হবে বীমা মেলা
নিজস্ব প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী বীমা মেলা এক মাস পিছিয়েছে। ফেব্রুয়ারিতে নয়, আগামী মার্চের ৮ ও ৯ তারিখে এ মেলা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র বীমা মেলার মূল আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কর্তৃপক্ষের সদস্য এবং সভার সভাপতি গকুল চাঁদ দাস ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, ফেব্রুয়ারি মাসে বই মেলা থাকায় বীমা মেলা এক মাস পিছিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৮ ও ৯ তারিখে চট্টগ্রামে ২০১৮ সালের এ বীমা মেলা অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমদ, পরিচালক (যুগ্মসচিব) ফারুক আহম্মেদ, পরিচালক (যুগ্মসচিব) ড. মহা. বশিরুল আলম, পপুলার লাইফের সিইও ও বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, ন্যাশনাল লাইফের সিইও জামাল এম এ নাসের, ফারইষ্ট ইসলামী লাইফের সিইও হেমায়েত উল্যাহ প্রমুখ।
আইডিআরএ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম আউটার স্টেডিয়াম অথবা কিংস অব চট্টগ্রামে এবারের বীমা মেলা অনষ্ঠিত হবে। মেলায় সকল বীমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক। এবারের বীমা মেলার স্লোগান “নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা”। এর আগে ২০১৭ সালের বীমা মেলা অনুষ্ঠিত হয় সিলেটে এবং ২০১৬ সালে ঢাকায়।