আইআরএফ'র নতুন কমিটি: সভাপতি কৌশিক, সম্পাদক রহিম

ডেস্ক রিপোর্ট: বীমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)’র আগামী ২০১৯ ও ২০২০ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল হক কৌশিক (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ) ।

গতকাল সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়। বিদায়ী সভাপতি গোলাম সামদানির সভাপতিত্বে সভা সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাযী আনোয়ারুল হক।

নতুন এ কমিটির সহ-সভাপতি গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (দৈনিক আলোকিত বাংলাদেশ), অর্থ-সম্পাদক আলমগীর হোসেন (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম (বাংলানিউজ২৪ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মরিয়ম সেঁজুতি (ভোরের কাগজ), দফতর সম্পাদক গিয়াস উদ্দিন (সানবিডি২৪ডটকম) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, গোলাম সামদানি (সারাবাংলাডটনেট), গাযী আনোয়ারুল হক (নিউ নেশন), জসিম উদ্দিন হারুন (ফিন্যানন্সিয়াল এক্সপ্রেস), মোরশেদুল ইসলাম (এটিএন বাংলা), মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), অনুপ সর্বাজ্ঞ (বণিকবার্তা) ও রোকন উদ্দিন মাহমুদ (সংবাদ)।