মাইক্রোহেলথ ইন্স্যুরেন্স বিষয়ে দু’দিনের প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক: একাডেমি অব লার্নিং লিমিটেড ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক যৌথভাবে মাইক্রোহেল্থ ইন্স্যুরেন্সের উপর দুদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রশিক্ষণ কর্মসূচিটি শেষ হবে আগামীকাল বুধবার বিকাল ৫টায়।
অনুষ্ঠানে একাডেমি অব লার্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সুলতান-উল-আবেদীন মোল্লা (সাবেক সদস্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ), আন্তর্জাতিক শ্রম সংস্থার অধীন ইম্প্যাক্ট ইন্স্যুরেন্স ফেসিলিটির সিনিয়র টেকনিক্যাল অফিসার প্রনব প্রসাদ ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক দাস দেব প্রসাদ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বীমা খাতসহ এনজিও, মোবাইল অপারেটরের (এমএনও) ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
প্রশিক্ষণটি পরিচালনা করছেন প্রনব প্রসাদ এবং একাডেমি অব লার্নিং এর প্রশিক্ষকরা।