দুর্ঘটনায় উপসচিবের গাড়ি

৩০ লাখ টাকা দাবি পরিশোধ করলো নর্দান জেনারেল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আলমের গাড়ি বীমার দাবি পরিশোধ করেছে বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি নর্দান জেনারেল ইন্স্যুরেন্স। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় দাবিকৃত ৩০ লাখ টাকা প্রদান করে বীমা কোম্পানিটি। আজ বৃহস্পতিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।

কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন, নির্বাহী পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, কাজী মনোয়ার হোসেন ও খলিল আহমদ, পরিচালক ড. মহা. বশিরুল আলম, ফারুক আহম্মেদ, মোঃ শাহ আলম, একেএম. ফজলুল হক, নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের এমডি এন্ড সিইও আবদুল হক এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন।