বীমা মেলায় থাকছে শতাধিক স্টল
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বীমা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় সরকারি বেসরকারি মোট ৭৮টি লাইফ ও নন-লাইফ কোম্পানির স্টল থাকছে। এবারের স্টল সংখ্যা ১০০টিরও বেশি। বীমা কোম্পানি ছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভে এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের স্টল থাকবে।
মঙ্গলবার সকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)‘র নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) খলিল আহমদ ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে এ তথ্য জানিয়েছেন।
মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
মেলায় বীমাখাতের ডিজিটাইজেশনের চ্যালেঞ্জ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ন্যাশনাল লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এমএ নাসের এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী।
এছাড়া মেলায় ফুড কর্নার, মেডিকেল ক্যাম্প ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি বীমার বিভিন্ন প্রোডাক্ট পরিচিতির লক্ষে বিশাল বিলবোর্ড থাকবে।
মেলায় সব বীমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক। এবারের বীমা মেলার স্লোগান “নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা”।