বীমা মেলার বিশেষ আকর্ষণ
নিজস্ব প্রতিবেদক: ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা’এই স্লোগানকে সামনে রেখে এবারের বীমা মেলা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
বীমা সম্পর্কে জানতে ও বুঝতে মেলায় র্যালি, সেমিনার, বীমা দাবি নিষ্পত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এছাড়া জীবন বীমা, স্বাস্থ্য, পেনশন স্কিম, অগ্নি-মোটর-নৌ দুর্ঘটনাসহ বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসি সম্পর্কে জানা যাবে। এছাড়া মেলায় ফুড কর্নার, মেডিকেল ক্যাম্প ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
মেলার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
মেলায় ডিজিটাইজেশনের চ্যালেঞ্জ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ন্যাশনাল লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এমএ নাসের এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী।
মেলায় সব বীমা কোম্পানির অংশগ্রহণ বাধ্যতামূলক।