গোল্ডেন লাইফের ৭০ কোটি টাকার দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: দেশের বেসরকারি বীমা কোম্পানি গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০১৭ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৭০ কোটি টাকার বিভিন্ন দাবি পরিশোধ করেছে।

মঙ্গলবার কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৫ ফেব্রুযারি পর্যন্ত মোট ৪৫ হাজার ৭৯৯টি দাবির বিপরীতে প্রায় ৭০ কোটি ১২ লক্ষ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে ২৬ হাজার ৬৪৬টি মেয়াদপূর্তি দাবির বিপরীতে প্রায় ৪৪ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা, ১৮ হাজার ১৬৪টি সার্ভাইবেল বেনিফিট (এসবি) দাবির বিপরীতে প্রায় ২২ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার, ৫০৪ টি সমর্পণ দাবির বিপরীতে প্রায় এক কোটি ২৪ লক্ষ ৫২ হাজার এবং ৪৮৫টি মৃত্যু দাবির বিপরীতে প্রায় এক কোটি ৩৬ লক্ষ পাঁচ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।