আইডিআরএ’র মধ্যস্থতায় ৭ হাজার ৫০ কোটি টাকা দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র মধ্যস্থতায় ২০১৮ সালে বীমা গ্রাহকদের ৭ হাজার ৫০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পলিসি হোল্ডার, শেয়ার হোল্ডার, স্টেকহোল্ডার বা সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ আমলে নিয়ে দ্রুত দাবি নিষ্পত্তির ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

চট্টগ্রামে বীমা মেলা ২০১৮ এর আয়োজন বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত বছর লাইফ বীমাখাতে ৬২০২ কোটি টাকা এবং নন-লাইফ বীমাখাতে ৮৪৮ কোটি টাকা দাবি পরিশোধ করা হয়।

এবারের মেলায় গ্রাহকদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে বিভিন্ন স্থানে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে বীমা গ্রাহকদের হস্তান্তর করা হবে। বীমা সম্পর্কে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।