২০১৮ সালে প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি ১১.২৫%

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে দেশের লাইফ ও নন-লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১১.২৫ শতাংশ। আলোচ্য বছরে প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১২ হাজার ৪৩৭ কোটি ৭৬ লাখ টাকা। এর আগে ২০১৭ সালে প্রিমিয়াম সংগ্রহ ছিল ১১ হাজার ১৭৯ কোটি ৮৯ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের লাইফ বীমা কোম্পানিগুলো সর্বমোট ৮ হাজার ১৯৮ কোটি ৪৬ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করে। যা আগের বছর অর্থাৎ ২০১৭ সালে ছিল ৯ হাজার ৫৬ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে ২০১৮ সালে প্রিমিয়াম সংগ্রহে ৮৫৭ কোটি ৭১ লাখ টাকা বা ১০.৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে ২০১৮ সালে নন-লাইফ বীমা কোম্পানিগুলো সর্বমোট ৩ হাজার ৩৮১ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। এর আগে ২০১৭ সালে এই প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ ছিল ২ হাজার ৯৮১ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ আলোচ্য ২০১৮ সালে ৩৯৯ কোটি ৫৭ লাখ টাকা বা ১৩.৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।