মেলায় সাড়ে ৬ কোটি টাকা দাবি পরিশোধ করবে বীমাকারীরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বীমা মেলায় ৬ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৭ টাকার দাবি পরিশোধ করবে ২৩টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ’র মাধ্যমে বীমা গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেয়া হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গ্রীন ডেল্টা ২ কোটি ১ লাখ ৮৭ হাজার ৪৬৮ টাকা, গার্ডিয়ান লাইফ ১ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৯৬৯ টাকা, জীবন বীমা করপোরেশন ১ কোটি ৫৮ লাখ ৫ হাজার ৩২০ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ২৩ লাখ ৫ হাজার ৩৫০ টাকা, মেটলাইফ ১৫ লাখ ২১ হাজার ৭০২ টাকা, সন্ধানী লাইফ ১৩ লাখ ৫৫ হাজার ১২৫ টাকা, প্রাইম ইসলামী লাইফ ১৩ লাখ ১১ হাজার ৭৭২ টাকা, প্রগতি ইন্স্যুরেন্স ৭ লাখ ৮৪ হাজা ৯৫১ টাকা, পদ্মা ইসলামী লাইফ ৭ লাখ ৭২ হাজার ৩১৪ টাকা দাবি পরিশোধ করবে।

এ ছাড়াও হোমল্যান্ড লাইফ ৬ লাখ টাকা,  পপুলার লাইফ ৫ লাখ ৪৯ হাজার ৭৮০ টাকা, মেঘনা লাইফ ৫ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ৪ লাখ ২৮ টাকা, ডেলটা লাইফ ৩ লাখ ২৯ হাজার ৭০৯ টাকা, প্রগতি লাইফ ২ লাখ ৭৭ হাজার ৫২৩ টাকা, রূপালী লাইফ ১ লাখ ৯০ হাজার টাকা, এনআরবি গ্লোবাল লাইফ ১ লাখ ৫০ টাকা, সানলাইফ ১ লাখ ৩৪ হাজার ৪৬২ টাকা, মেঘনা ইন্স্যুরেন্স ১ লাখ ১ হাজার টাকা, ট্রাস্ট ইসলামী লাইফ ১ লাখ টাকা, সানফ্লাওয়ার লাইফ ৯২ হাজার ১৯০ টাকা, নিটল ইন্স্যুরেন্স ৯১ হাজার ৪৩২ টাকা, বায়রা লাইফ ৫৪ হাজার ৯৫০ টাকা দাবি পরিশোধ করবে।