বর্ণিল আয়োজনে শুরু বীমা মেলা
নিজস্ব প্রতিবেদক: বর্ণিল আয়োজনে শুরু হয়েছে বীমা মেলা ২০১৮। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এবারের বীমা মেলা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। এরইমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
এর আগে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে একটি র্যালিটি শুরু হয়। শহরের ইস্পাহানি মোড় প্রদক্ষিণ শেষে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম এবং চট্টগ্রামের বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান উপস্থিত থাকার কথা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশনসহ বেসরকারি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভেয়র্স এসোসিয়েশন’র সার্বিক সহযোগিতায় মেলা অনুষ্ঠিত হচ্ছে।