বীমা নিয়ে দেশে ভীতি রয়েছে: আবদুল মান্নান

নিজস্ব প্রতিবেদক:বীমা নিয়ে দেশে ভীতি রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। আজ সকালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনব্যাপী বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুল মান্নান বলেন, সরকার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করেছে, নতুন বীমা আইনও করেছে। এর উদ্দেশ্য বীমাখাতের উন্নয়ন। দেশের উন্নয়নে বীমা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে বীমাকে খুবই গুরুত্ব দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এতে সভাপতিত্ব করেন। সরকারি বেসরকারি বীমা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।