অর্থনীতির সব ক্ষেত্রেই বীমা খুব গুরুত্বপূর্ণ: সচিব আসাদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: অর্থনীতির সব ক্ষেত্রেই বীমা খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। তিনি বলেন, আমরা মনে করি বীমা শুধু ধনীদের জন্য কিন্তু তা ঠিক নয়, বীমা সবার জন্য।
আজ শুক্রবার চট্টগ্রামে দু’দিনব্যাপী বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এতে সভাপতিত্ব করছেন।
আসাদুল ইসলাম বলেন, সাধারণ মানুষকে বীমার আওতায় আনতে হবে। বিদেশে সব কিছুরই বীমা রয়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষকে বীমার আওতায় আনতে পারিনি। অথচ সবার জন্য বীমা খুবই জরুরি। সাধারণ মানুষকেও বীমা বুঝতে হবে বলেও তিনি মনে করেন।