বীমা খুব অবহেলিত: শফিকুর রহমান পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক: বীমা খুব অবহেলিত। বীমার ওপর সাধারণ জনগণের আস্থার সংকট রয়েছে। আমরা সেই সংকট দূর করার জন্য কাজ করছি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এসব কথা বলেন।
শুক্রবার চট্টগ্রামে দু’দিনব্যাপী বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সভাপতি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সরকারি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বীমা আগেও ছিল। কিন্তু সে বিষয়ে মানুষ জানত না। এখন মানুষ বীমার গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছে। তিনি বলেন, আমরা সাড়ে ৬ হাজার কোটি টাকার বীমা দাবি দিয়েছি। নতুন প্রোডাক্ট চালু করছি। হাওরের কৃষকদের বীমা, প্রবাসিদের বীমা, রেলওয়ের বীমা নতুন সংযোজন।
শফিকুর রহমান পাটোয়ারী আরো বলেন, নিম্ন আয়ের দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের জীবনমান বেড়েছে। আমাদের এই দেশকে আরো এগিয়ে নিতে হবে। এ জন্য বীমাকে কাজে লাগাতে হবে। বীমাখাতের উন্নয়নে তাই সবাইকে এগিয়ে আসতে হবে।