গ্রাহকদের সাড়া মিলছে জেনিথ ইসলামী লাইফের স্টলে

 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুদিনব্যাপী অনুষ্ঠিত বীমা মেলায় দর্শনার্থীরা ভিড় করছে। বীমার বিভিন্ন পলিসি ও প্রডাক্ট সম্পর্কে জানতে মেলায় রয়েছে শতাধিক স্টল।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, বীমা মেলায় আমরা গ্রাহকদের কাছে ভালো সাড়া পাচ্ছি। ইতিমধ্যে আমাদের স্টল থেকে ২০টি পলিসি বিক্রি হয়েছে।

মেলায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে ৬৬ নং স্টলে। গতকাল সকাল ৯টায় স্টলটি উদ্বোধন করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। উদ্বোধনের পর আইডিআরএ সদস্য ড. এম মোশাররফ হোসেন স্টলটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি তৌহিদুল ইসলাম, পিডি মো. সাফিজুল ইসলাম, জিএম আব্দুর রহমান, এজিএম মো. আনোয়ার হোসেন সরকার, এসইভিপি মু. ফারুক আযম, এসইভিপি মিজানুর রহমান রায়হান।। 

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার আয়োজনে মেলায় সরকারি বেসরকারি মোট ৭৮টি লাইফ ও নন-লাইফ কোম্পানির স্টল রয়েছে। এবারের স্টল সংখ্যা ১০০টিরও বেশি। বীমা কোম্পানি ছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভে এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের স্টল রয়েছে।

গতকাল ১৫ মার্চ বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বীমা মেলা শুরু হয়। আজ রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।