গ্রাহকদের উপচে পড়া ভিড় মেঘনা লাইফের স্টলে

নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দিনের মতো চলছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বীমা মেলা। মেলায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬৮-৬৯ নং স্টলে পুরুষ গ্রাহকদের পাশাপাশি নারী গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

কোম্পানিটির জনসংযোগ বিভাগের প্রধান আমজাদ হোসেন বলেন, মেলায় মহিলা জোনের জন্য আমাদের স্টলে বিশেষ ব্যবস্থা রয়েছে। নারীদের সেবা দেয়ার জন্য শুধুমাত্র নারী কর্মীদের রাখা হয়েছে। ইতোমধ্যে আমাদের স্টলে ২০ লাখ টাকার একক বীমা, লোক বীমা ও ইসলামী বীমা পলিসি বিক্রি হয়েছে।

মেঘনা ইসলামী লাইফের ইস্ট মহিলা জোনের রিজিওনাল কো-অর্ডিনেটর আয়েশা আলম বলেন, নারী গ্রাহকদের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। মেলার প্রথম দিন থেকেই পুরুষ গ্রাহকদের পাশাপাশি উল্লেখযোগ্যহারে নারী গ্রাহকরা স্টল পরিদর্শনে এসেছেন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থার আয়োজনে মেলায় সরকারি বেসরকারি মোট ৭৮টি লাইফ ও নন-লাইফ কোম্পানির স্টল রয়েছে। এবারের স্টল সংখ্যা ১০০টিরও বেশি। বীমা কোম্পানি ছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স সার্ভে এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের স্টল রয়েছে।

গতকাল ১৫ মার্চ বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে বীমা মেলা শুরু হয়। আজ রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।