এনজিও’দের বীমা বন্ধ করতে হবে: রুবিনা হামিদ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) বীমা করা বন্ধের দাবি জানিয়েছেন সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ। আজ শনিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বীমা মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

রুবিনা হামিদ বলেন, বীমা মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা দেয়। কিন্তু আমরা মানুষের মাঝে এ ধারণা সৃষ্টি করতে পারিনি। আজকে বীমা মেলার মাধমে চট্টগ্রামের সাধারণ মানষের মাঝে নতুন ধারণার সৃষ্টি হবে। এর কৃতিত্ব আইডিআরএ’র। আইডিআরএ’র এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামে বীমা কোম্পনিগুলোর ব্যবসা বাড়বে বলে তিনি মনে করেন।

বিআইএ’র ভাইস প্রেসিডেন্ট রুবিনা হামিদ বলেন, বর্তমানে শ্রমিকদের গ্রুপ বীমা বাধ্যতামূলক রয়েছে। অথচ এর কোন বাস্তবায়ন নেই। বাধ্যতামূলক গ্রুপ বীমা বাস্তবায়ন করা হলে দেশে বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয় বাড়বে। ব্যাংকাস্যুরেন্স চালুর পাশাপাশি তিনি প্রবাসীদের বীমা বাধ্যতামূলক করতে সরকারকে এগিয়ে আসার আহবান জানান।