ইমেজ সংকট দূর করতে ১০ হাজার অভিযোগ নিষ্পত্তি করেছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের ইমেজ সংকট দূর করতে ১০ হাজার অভিযোগ নিষ্পত্তি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । একইসঙ্গে ৭ হাজার দাবি পরিশোধ করেছে। চট্টগ্রামের বীমা মেলায় ৬ কোটি টাকার পলিসি বিক্রি হয়েছে। ইতিবাচক ইমেজ তৈরি করতে নানা ধরনের পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।
বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এ তথ্য জানিয়েছে। আজ শনিবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনব্যাপী বীমা মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির।
শফিকুর রহমান পাটোয়ারী বলেন, বর্তমান সরকার বীমাখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের ভূমিকায় বীমাখাতে আস্থাহীনতা আগের তুলনায় অনেক কমে এসেছে। চট্টগ্রামে বীমা মেলার মাধ্যমে মেলার প্রতি এবং বীমার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। যা বীমাখাতকে এগিয়ে নিয়ে সহায়তা করবে।
আইডিআরএ চেয়ারম্যান আরো বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বীমার বিকল্প নেই। দেশ এরইমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের নাগরিকদের জন্য সুবিধার্থে স্বাস্থ্য বীমা, কৃষি বীমা, রেলওয়ে বীমা, প্রবাসীদের বীমা এবং শিশুশিক্ষা বীমা চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শফিকুর রহমান পাটোয়ারী বলেন,আগে বীমাখাতে ইমেজ সংকট ছিল চরমে। মানুষের আস্থা ছিল না খাতটির ওপর। আনুষ্ঠানিকভাবে বীমা দাবি পরিশোধ করায় এখন সে সংকট ও আস্থাহীনতা দূর হতে শুরু করেছে। ইমেজ সংকট ও আস্থাহীনতাকে দূর করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বীমাখাতকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।