এসবিসি’কে ৩০ দিনের মধ্যে পুনর্বীমা দাবি পরিশোধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)’কে দাবি উত্থাপনের ৩০ দিনের মধ্যে পুনর্বীমার টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার এক চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ নির্দেশ দেয়।
চিঠিতে বলা হয়, সাধারণ বীমা করপোরেশন থেকে বীমা কোম্পানিগুলো যথাসময়ে পুনর্বীমার অর্থ পাচ্ছে না। যার কারণে বীমা কোম্পানিগুলো গ্রাহকদের দাবি যথাসময়ে পরিশোধ করতে পারছে না। এর ফলে নানারূপ জটিলতার সৃষ্টি হয়।
এমতাবস্থায় পুনর্বীমা বাবদ পাওনা অর্থ দাবি উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে বিধি মোতাবেক পরিশোধ করার নির্দেশ দেয়া হলো। চিঠিতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম সচিব) ড. মহা. বশিরুল আলম।