১ হাজার ৯৬১ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ মেঘনা লাইফের

ডেস্ক রিপোর্ট: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মৃত্যুদাবি ও মেয়াদোত্তীর্ণ দাবি বাবদ মোট ১ হাজার ৯৬১ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেছে। যারমধ্যে ২২ হাজার ২১৮ জনের মৃত্যুদাবি এবং ৫ লাখ ৬৫ হাজার ৫৬৫ জনের মেয়াদোত্তীর্ণ দাবি ছিল।

কোম্পানিটির বর্তমান লাইফ ফান্ড প্রায় ১ হাজার ৬৯২ কোটি ৭৮ লাখ টাকা এবং পরিসম্পদের পরিমাণ ১ হাজার ৮৫১ কোটি টাকা।

গত বছর মেঘনা লাইফ ১ হাজার ৬৫২টি মৃত্যুদাবিতে ৭ কোটি ৮৯ লাখ টাকা এবং ৫ হাজার ৩৭টি মেয়াদপূর্তির দাবির অনুকূলে ৮১ কোটি ৬৫ লাখ টাকা, প্রত্যাশিত সুবিধাখাতে ১০৫ কোটি ৪৩ লাখ টাকা, পলিসি বোনাস খাতে ৫৭ কোটি ৮৬ লাখ টাকাসহ সর্বমোট ২৫৪ কোটি ৯ লাখ টাকা পরিশোধ করে।

২০১৭ সালে ২ হাজার ১৩টি মৃত্যুদাবি খাতে ৮ কোটি ৫৯ লাখ টাকা এবং ৬৮ হাজার ৬৯৮টি মেয়াদপূর্তির দাবির অনুকূলে ১০৭ কোটি ৮৪ লাখ টাকা, প্রত্যাশিত সুবিধাখাতে ৯৯ কোটি ৪৭ লাখ টাকা, পলিসি বোনাসখাতে ৫৪ কোটি ৮১ লাখ টাকা, সমর্পন মূল্য খাতে ১ কোটি ৩ লাখ টাকাসহ মোট ২৭১ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করেছে।

কোম্পানিটির দাবি, স্বল্পতম সময়ের মধ্যে দাবি নিষ্পত্তির কারণে মেঘনা লাইফ গ্রাহক সাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।