লাইফ বীমার ব্যয় হার নির্ধারণী বিধিমালা চূড়ান্ত করতে বৈঠক
নিজস্ব প্রতিবেদক: লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০১৯ এর খসড়া চূড়ান্ত করতে বৈঠক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গতকাল রোববার বেলা ৩টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আইডিআরএ’র সদস্য ও কমিটির আহবায়ক বোরহান উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, সদস্য মোশাররফ হোসেন, নির্বাহী পরিচালক খলিল আহমদ, পরিচালক একেএম ফজলুল হক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা জালালুল আজিম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
আইডিআরএ সূত্র জানিয়েছে, লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের হার নির্ধারণী বিধিমালার খসড়ার বিভিন্ন দিক নিয়ে গতকাল আলোচনা হয়েছে। তবে বিকেল ৫টায় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম’র একটি অনুষ্ঠানের কারণে অন্যদের প্রস্তাবনা নিয়ে আলোচনার সুযোগ হয়নি। তাই বৈঠকের বাকী আলোচনা পরবর্তীতে অনুষ্ঠিত হবে।