বীমার নতুন বই
নিজস্ব প্রতিবেদক: একেএম এহসানুল হক (এফসিআইআই)’র নতুন বই “হ্যান্ডবুক অন নন-লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড রি-ইন্স্যুরেন্স” সম্প্রতি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)।
গত ২৮ মার্চ বিআইপিডি ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি কর্তৃক যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি লেখকের নবমতম প্রয়াস। এর পূর্বে তিনি বীমার বিভিন্ন বিষয় নিয়ে আটটি বই রচনা করেছেন। বইগুলো দেশ বিদেশে সমানভাবে সমাদৃত।
পাঠকের কাছে সহজবোধ্য করার জন্য বইটি ইংরেজি এবং বাংলা (পাশাপাশি) লেখা হয়েছে। বইটিকে সমৃদ্ধ করে তোলার জন্য নানা প্রকার টেবিল, ডায়াগ্রাম, ছবি ইত্যাদি ব্যবহার করা হয়েছে।
বীমা বিষয়ে অধ্যয়নরত/প্রশিক্ষণরত ছাত্রছাত্রী এবং বীমাপেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রয়োজনের কথা মনে রেখে বইটি লেখা হয়েছে।