ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টাওয়ারে অগ্নি নির্বাপন মহড়া
নিজস্ব প্রতিবেদক: অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। রাজধানীর কারওয়ানবাজারস্থ কোম্পানির নিজস্ব ভবন এনএলআই টাওয়ারে আজ সোমবার এ মহড়া চালানো হয়। মহড়ায় নেতৃত্ব দেন কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের।
ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে জামাল এম এ নাসের বলেন, রাজধানীর প্রায় সব ভবনেই ফায়ার এক্সটিংগুইশার থাকে। কিন্তু আমাদের অনেকেই এটা ব্যবহারের নিয়মাবলী জানি না। এ কারণে বিপদের মুহূর্তে হাতের নাগালে থাকার পরও আগুন থেকে বাঁচতে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারি না।
জামাল এম এ নাসের বলেন, অগ্নি নির্বাপনে এনএলআই টাওয়ারে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের অনেকেই এটা ব্যবহার করতে পারি না। তাই আজ সবাই মিলে এর ব্যবহার শিখলাম। একই সঙ্গে এগুলোর মেয়াদ ও কার্যকারিতা যাচাই করে দেখলাম। সবাই স্বতঃস্ফূর্তভাবেই এতে অংশ নিয়েছে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের আরো বলেন, খুব শিগগিরই আমরা ফায়ার ফাইটিংয়ের আয়োজন করতে যাচ্ছি। এরইমধ্যে প্রয়োজনীয় অর্থ প্রদান করে ফায়ার সার্ভিসে আমরা আবেদন জমা দিয়েছি। ফায়ার সার্ভিসের সহযোগিতা পেলেই এটা বাস্তবায়ন করা হবে।