২০১৮ সালে নন-লাইফের সবচেয়ে কম দাবি পরিশোধ
নিজস্ব প্রতিবেদক: বিগত এক দশকে দেশের ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির সবচেয়ে কম দাবি পরিশোধ হয়েছে ২০১৮ সালে। আলোচ্য বছরে উত্থাপিত বীমা দাবির ৩২ দশমিক ৬০ শতাংশ নিষ্পত্তি করেছে বীমা কোম্পানিগুলো। অবশিষ্ট ৬৭ দশমিক ৪০ শতাংশ দাবি অনিষ্পন্ন রয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ২০০৯ থেকে ২০১৮ সাল এই এক দশকে দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলো সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে ২০১২ সালে, ৫২ দশমিক শূন্য ৯ শতাংশ। তবে টাকার অংকে সবচেয়ে বেশি দাবি পরিশোধ হয় ২০১৫ সালে, ১ হাজার ২৯ কোটি টাকা। আর টাকার অংকে সবচেয়ে কম দাবি পরিশোধ ২০১০ সালে, ৫১৪ কোটি টাকা।
২০১৮ সালে নন-লাইফ বীমাখাতে সর্বমোট ২ হাজার ৬০৩ কোটি টাকা বীমা দাবি উত্থাপন হয়। এরমধ্যে ৮৪৮ কোটি টাকা দাবি পরিশোধ করা হয়। অর্থাৎ আলোচ্য বছরে উত্থাপিত বীমার দাবির ৩২ দশমিক ৬০ শতাংশ নিষ্পত্তি করেছে বীমা কোম্পানিগুলো। অবশিষ্ট ১ হাজার ৭৫৫ কোটি টাকা বা ৬৭ দশমিক ৪০ শতাংশ দাবি অনিষ্পন্ন রয়েছে।
এর আগে ২০১৭ সালে দেশের নন-লাইফ বীমাখাতে ২ হাজার ৭১৪ কোটি টাকা বীমা দাবি উত্থাপন হয়। এরমধ্যে ৯৭০ কোটি টাকা দাবি নিষ্পত্তি করে বীমা কোম্পানিগুলো। যা মোট বীমার দাবির ৩৫ দশমিক ৭৫ শতাংশ। বাকী ১ হাজার ৭৪৪ কোটি টাকা দাবি অনিষ্পন্নই রয়েছে।
এ ছাড়াও ২০১৬ সালে উত্থাপিত ২ হাজার ৭৬ কোটি টাকা বীমা দাবির মধ্যে ৯০৬ কোটি টাকা পরিশোধ করে, যা মোট দাবির ৪৩ দশমিক ৬৩ শতাংশ। ২০১৫ সালে উত্থাপিত ২ হাজার ১৭৮ কোটি টাকা বীমা দাবির মধ্যে ১ হাজার ২৯ কোটি টাকা পরিশোধ করে, যা মোট দাবির ৪৭ দশমিক ২৩ শতাংশ।
২০১৪ সালে উত্থাপিত ১ হাজার ৭৫২ কোটি টাকা বীমা দাবির মধ্যে ৮৭৭ কোটি টাকা পরিশোধ করে, যা মোট বীমা দাবির ৫০ দশমিক শূন্য ৫ শতাংশ। ২০১৩ সালে উত্থাপিত ১ হাজার ৪৮৯ কোটি টাকা বীমা দাবির মধ্যে ৬৭২ কোটি টাকা পরিশোধ করে, যা মোট বীমা দাবির ৪৫ দশমিক ১৪ শতাংশ।
এর আগে ২০১২ সালে উত্থাপিত ১ হাজার ২৬৫ কোটি টাকা বীমা দাবির মধ্যে ৬৫৯ কোটি টাকা পরিশোধ করে, যা মোট বীমা দাবির ৫২ দশমিক শূন্য ৯ শতাংশ। ২০১১ সালে উত্থাপিত ১ হাজার ২৪৪ কোটি টাকা বীমা দাবির মধ্যে ৬১৫ কোটি টাকা পরিশোধ করে, যা মোট বীমা দাবির ৪৯ দশমিক ৪৭ শতাংশ।
২০১০ সালে উত্থাপিত ১ হাজার ১০৪ কোটি টাকা বীমা দাবির মধ্যে ৫১৪ কোটি টাকা পরিশোধ করে বীমা কোম্পানিগুলো। যা মোট বীমা দাবির ৪৬ দশমিক শূন্য ৫৮ শতাংশ। ২০০৯ সালে উত্থাপিত ১ হাজার ৬৪ কোটি টাকা বীমা দাবির মধ্যে ৫২১ কোটি টাকা পরিশোধ করে, যা মোট বীমা দাবির ৪৮ দশমিক ৯৪ শতাংশ।