লাইফ বীমা

নতুন প্রিমিয়াম আয়ে ৩ বছরে প্রবৃদ্ধি ৪৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: দাবি পরিশোধ নিয়ে গ্রাহক ভোগান্তি থাকার পরও দেশের লাইফ বীমাখাতে নতুন প্রিমিয়াম আয় বেড়েছে লাফিয়ে লাফিয়ে। গেলো ৩ বছরে এ খাতে প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। ২০১৮ সালে লাইফ বীমাখাতে নতুন প্রিমিয়াম আয় ৩ হাজার ৪৯ কোটি টাকা। ২০১৫ সালে যা ছিল ২ হাজার ১০১ কোটি টাকা। শতাংশের বিবেচনায় এই প্রবৃদ্ধি ৪৫ ভাগ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তথ্য মতে, ২০১৫ সাল থেকে প্রতি বছর গড়ে ৩শ’ কোটি টাকার বেশি প্রিমিয়াম আয় বেড়েছে। ২০১৫ সালে দেশের ৩২টি লাইফ বীমা কোম্পানির নতুন প্রিমিয়াম সংগ্রহ ছিল ২ হাজার ১০১ কোটি টাকা। যা ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪০৯ কোটি টাকা। আলোচ্য বছরে নতুন প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬৭ শতাংশ।

অন্যদিকে ২০১৭ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৯৩ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৩৮৪ কোটি টাকা বেশি। অর্থাৎ ১৫ দশমিক ৯৩ শতাংশ প্রবৃদ্ধি। সবশেষ ২০১৮ সালে নতুন প্রিমিয়াম সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৯ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২৫৬ কোটি টাকা বেশি। তবে প্রবৃদ্ধির পরিমাণ ২০১৭ সালের চেয়ে ৬ দশমিক ৭৭ শতাংশ কমে দাঁড়ায় ৯ দশমিক ১৬ শতাংশ।

আইডিআরএ’র তথ্য অনুসারে, ২০১৫ সালে দেশের সরকারি বেসরকারি ৩২টি লাইফ বীমা কোম্পানির মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ৭ হাজার ৩১৬ কোটি টাকা। যা ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৫৮৮ কোটি টাকা। ২০১৭ সালে এই প্রিমিয়াম আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮ হাজার ১৯৮ কোটি টাকা। সবশেষ ২০১৮ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ ৯ হাজার ৫৬ কোটি টাকা।