লাইফ ফান্ডের প্রবৃদ্ধিতে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমাখাতে প্রিমিয়াম আয় বাড়ছে। তবে স্থবিরতা দেখা দিয়েছে কোম্পানিগুলোর লাইফ ফান্ডের প্রবৃদ্ধিতে। গেলো ৩ বছর ধরে একই অবস্থানে রয়েছে এই প্রবৃদ্ধি রেখা। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বীমা কোম্পানিগুলোর লাইফ ফান্ডের গড় প্রবৃদ্ধি ৪ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসার প্রবৃদ্ধি এবং লাইফ ফান্ডের প্রবৃদ্ধি হার সাধারণত কাছাকাছি থাকে। তবে গত ২/৩ বছরে প্রচুর মেয়াদোত্তীর্ণ দাবি পরিশোধ হয়েছে। একইসঙ্গে ব্যবস্থাপনা ব্যয় প্রত্যাশিতভাবে না কমানোয় ব্যবসা ও লাইফ ফান্ডের প্রবৃদ্ধিতে বেশি ব্যবধান তৈরি হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র তথ্য অনুসারে, ২০১৮ সালে দেশের ৩২টি লাইফ বীমা কোম্পানির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৩২ হাজার ২৩৬ কোটি টাকা। এর আগে ২০১৭ সালে এই ফান্ডের পরিমাণ ছিল ৩০ হাজার ৮৮৭ কোটি টাকা। অর্থাৎ গেলো বছর লাইফ ফান্ড ১ হাজার ৩৪৯ কোটি টাকা বা ৪.৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

জানা গেছে, ২০১৬ সালে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২৯ হাজার ৫৫৪ কোটি টাকা। সে হিসেবে ২০১৭ সালে লাইফ ফান্ডের প্রবৃদ্ধি ৪ দশমিক ৫১ শতাংশ। আর ২০১৬ সালে লাইফ ফান্ড বেড়েছে ১ হাজার ৩৩৩ কোটি টাকা। বছরটিতে লাইফ ফান্ডের প্রবৃদ্ধি দাঁড়ায় ৪ দশমিক ১৩ শতাংশ।

এর আগে ২০১৫ সালে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২৮ হাজার ৩৮৩ কোটি টাকা। ওই বছর প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৬৫ শতাংশ। ২০১৪ সালে লাইফ ফান্ড ছিল ২৬ হাজার ৬১৪ কোটি টাকা ও প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৪৮ শতাংশ। ২০১৩ সালে লাইফ ফান্ড ছিল ২৩ হাজার ৮৭৪ কোটি টাকা। ওই বছর প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ২৬ শতাংশ।

২০১২ সালে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২০ হাজার ৮৯৫ কোটি টাকা ও প্রবৃদ্ধির হার ১৮ দশমিক ২১ শতাংশ। ২০১১ সালে লাইফ ফান্ড ছিল ১৭ হাজার ৬৭৬ কোটি টাকা। এসময় প্রবৃদ্ধির হার ছিল ১৯ দশমিক ৫৬ শতাংশ। ২০১০ সালে লাইফ ফান্ড ছিল ১৪ হাজার ৭৮৫ কোটি টাকা ও প্রবৃদ্ধির হার ২৬ দশমিক ৮০ শতাংশ।