লাইফ বীমায় ব্যবস্থাপনা ব্যয়ের হার নির্ধারণে বৈঠক সোমবার
নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয়ের নতুন হার নির্ধারণে বৈঠকে বসছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী সোমবার কর্তৃপক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র সদস্য বোরহান উদ্দিন আহমদ। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
চিঠিতে বলা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী বিধিমালা, ২০১৯ এর খসড়ায় ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে আগামী বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এজন্য আর্থিক বিশ্লেষণ বা প্রক্ষেপণের একটি প্রস্তাবনা বা মতামত অথবা পরামর্শসহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।