বীমা অবহেলিত দুটি কারণে: শফিকুর রহমান পাটোয়ারী
নিজস্ব প্রতিবেদক: দেশের বীমাখাত পিছিয়ে পড়ার বিষয়ে দুটি কারণ উল্লেখ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। কারণ দুটি হলো বীমার ইমেজের সংকট ও বীমার প্রতি গ্রাহকদের অনাস্থা।
তিনি বলেন, আমরা গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে ও বীমার ইমেজ সংকট দূর করার জন্য কাজ করছি। ইতোমধ্যে গ্রাহকদের ৯০ শতাংশ বীমা দাবি পরিশোধ করা হয়েছে এবং প্রিমিয়াম আয়ও বৃদ্ধি পেয়েছে। এছাড়া গত দেড় বছরে সাত হাজার কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফারইষ্ট টাওয়ারে ‘ফারইষ্ট অ্যাপ, কমপোজিট সার্ভিস সেন্টার ও টিভিসি’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সব বীমা কোম্পানিগুলোকে ডিজিটাল সেবা তথা অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সেবা দেয়ার আহবান জানান। আইডিআরএ’র চেয়ারম্যান বলেন, বীমাখাতের অগ্রগতির জন্য কাজ হচ্ছে। আমরা সে কাজ শুরু করেছি। শেষ করতে পারলে বীমা এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন আইআরডিএ সদস্য গোকুল চাঁদ দাস ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।