সাধারণ বীমা কোম্পানির প্রিমিয়াম জমা এক অ্যাকাউন্টে

১৩ মে’র মধ্যে অতিরিক্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ

অনুপ সর্বজ্ঞ: আদায়কৃত প্রিমিয়াম জমা করতে যেকোনো তফসলি ব্যাংকে একটি অ্যাকাউন্ট রাখতে পারবে সাধারণ বীমা কোম্পানিগুলো। কোনোভাবেই একাধিক ব্যাংক হিসাব খোলা যাবে না। প্রিমিয়াম জমার ক্ষেত্রে যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে যেকোনো একটি রেখে বাকিগুলো ১৩ মে এর মধ্যে বন্ধ করে দিতে হবে। এমন নির্দেশনা দিয়ে গত ৩০ এপ্রিল দেশের প্রতিটি সাধারণ বীমা কোম্পানিতে প্রজ্ঞাপন জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ বলছে, কোম্পানিগুলো যে পরিমাণ পলিসি করে, কাগজপত্রে তার অর্ধেকেরও কম দেখানো হয়। উল্লেখযোগ্য পরিমাণ পলিসির তথ্য গোপন রেখে তৈরি করা হয় আর্থিক প্রতিবেদন। এক্ষেত্রে কোম্পানির নামে একাধিক ব্যাংক হিসাব খোলা হয়। এসব হিসাবের মাধ্যমেই পরিশোধ করা হয় অতিরিক্ত কমিশনসহ কোম্পানির নানা ধরনের অবৈধ ব্যয়ের অর্থ। বীমা খাতের এ ধরনের দূর্নীতি বন্ধের উদ্দেশ্যেই একক ব্যাংক অ্যাকাউন্ট চালুর নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।

এ প্রসঙ্গে আইডিআরএ সদস্য বোরহান উদ্দীন আহমেদ বলেন, গ্রাহক স্বার্থ রক্ষা ও কোম্পানির আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেই আমাদের এ পদক্ষেপ। এর ফলে স্বচ্ছতা আসবে কোম্পানির কার্যক্রমে।

তবে আইডিআরএর এমন পদক্ষেপের বিরোধিতা করছে সাধারণ বীমা কোম্পানিগুলো। নিয়ন্ত্রণ সংস্থার এ সিদ্ধান্ত খাতটিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে তারা। জানতে চাইলে বীমাখাতের মালিক পক্ষের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, একক ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রজ্ঞাপনটি নিয়ে কোম্পানিগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা এটা চায় না। আমরা শিগগিরই বিআইএ এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইডিআরএর সঙ্গে আলোচনায় বসবো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী মূলধন সংরক্ষণের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য আয় জমাকরণের জন্য অপর একটি ব্যাংক অ্যাকাউন্ট রাখা যাবে। এছাড়া দাবি পরিশোধের জন্য একটি ও ব্যবস্থাপনা ব্যয়ের জন্য একটি ব্যাংক হিসাব রাখা যাবে। সেক্ষেত্রে প্রিমিয়াম জমাকরণ হিসাব থেকে প্রয়োজনীয় অর্থ উক্ত হিসাবটিতে ট্রান্সফার করে নিতে হবে। কোনো অবস্থাতেই দাবির টাকা নগদে পরিশোধ করা যাবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাখা কার্যালয়ের খরচ নির্বাহের ক্ষেত্রে প্রতিটি শাখায় একটি করে ব্যাংক অ্যাকাউন্ট রাখা যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় প্রিমিয়াম হিসাব থেকে ক্রসড চেক বা ফান্ড ট্রান্সফার ছাড়া অন্য কোনো অর্থ উক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যাবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, সব ধরনের লেনদেন ক্রসড চেকের মাধ্যমে করতে হবে। প্রতিষ্ঠানের বিশেষ প্রয়োজনে পাঁচ হাজার টাকা পর্যন্ত নগদ উত্তলন করা যেতে পারে। বিনিয়োগ সংক্রান্ত এফডিআর ব্যতিত প্রয়োজনীয় অন্য যেকোনো বিষয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পূর্বে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এছাড়াও যেকোনো পলিসিতে ১০ হাজার টাকার উপর বীমা স্ট্যাম্প প্রদেয় হলে অবশ্যই পে অর্ডার বা ক্রসড চেক মারফত পরিশোধ পূর্বক পৃথক চালানের মাধ্যমে প্রদান করতে হবে।