অনলাইন বীমার প্রিমিয়ামে কর রহিতকরণের প্রস্তাব বিআইএ’র
নিজস্ব প্রতিবেদক: অনলাইন ভিত্তিক বীমার প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন কর রহিতকরণের প্রস্তাব করেছে বাংলাদেশ বীমা অ্যাসোসিয়েশন (বিআইএ)। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ প্রস্তব উপস্থাপন করা হয়।
প্রস্তাবনায় বলা হয়, ভিশন ২০২০ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন পলিসি ইস্যু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা গ্রাহককে সর্বোচ্চ বীমা সেবা দেবার পথ সুগম করবে। ডিজিটাল সেবার মাধ্যমে বীমা পলিসি ইস্যু করলে গ্রাহকরা উৎসাহিত হয়ে বীমা পলিসি গ্রহণ করবেন। মূলত এ কারণেই অনলাইন ভিত্তিক পলিসির প্রিমিয়ামের উপর মূল্য সংযোজন রহিত করার প্রস্তাব করা হয়েছে।