বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০

ভূমিহীন ও প্রান্তিক কৃষকের জন্য বীমা চালুর দাবি অর্থনীতি সমিতির

নিজস্ব প্রতিবেদক: ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন ধরনের বীমা চালুর পথ নির্দেশসহ আসন্ন বাজেটে ব্যয়-বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। আজ শনিবার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ২০১৯-২০ অর্থ বছরের বিকল্প বাজেট প্রস্তাবনায় এ দাবি জানানো হয়।

সংবাদ সংম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকত বলেন, ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের জন্য শস্য বীমা, কৃষি বীমা, জীবিকা বীমা, প্রাকৃতিক দুর্যোগ বীমা, গবাদি পশু বীমা ইত্যাদি পরীক্ষামূলকভাবে চালু করার পথ নির্দেশসহ ব্যয়-বরাদ্দ আসন্ন বাজেটে উল্লেখ থাকা প্রয়োজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ শীর্ষক এ সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।