২০১৮ সালের বার্ষিক তথ্য সংশোধন করছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ২০১৮ সালের বার্ষিক তথ্য সংশোধন করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সম্প্রতি কর্তৃপক্ষের ওয়েবপোর্টালে প্রকাশিত প্রতিবেদনের বেশ কিছু তথ্যে ভুল থাকায় তা সরিয়ে নেয়া হয়েছে। আগামী সপ্তাহে সংশোধিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) খলিল আহমদ ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে জানান, সম্প্রতি প্রকাশিত বীমা কোম্পানিগুলোর বার্ষিক তথ্যে বেশ কিছু ভুল ছিল। এ জন্য আমরা তা সরিয়ে নিয়েছি। ৩/৪দিন পরে সংশোধিত প্রতিবেদন প্রকাশ করা হবে। কোম্পানিগুলো তাদের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় এ ভুল হয়েছে।
খলিল আহমদ বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২০১৭ সালে ২ কোটি ৩ লাখ টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করলেও ২০১৮ সালে এসে অনুমোদিত ব্যয়সীমার চেয়ে ২৯ লাখ টাকা কম ব্যবস্থাপনা ব্যয় করেছে। কিন্তু কোম্পানিটির তথ্য উপস্থাপনে ভুল থাকায় ২০১৮ সালের তথ্যেও অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় দেখানো হয়েছে। তবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেশের শীর্ষ কমপ্লায়েন্স কোম্পানি।