অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় নিয়ে ন্যাশনাল লাইফের সংশোধনী

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমায় অতিরিক্ত ব্যবস্থানা ব্যয় বেড়েছে ৫% শীর্ষক সংবাদে সংশোধনী দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েব পোর্টালে প্রকাশিত লাইফ বীমার বার্ষিক তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সংবাদটি প্রকাশ করা হয়।

বীমা কোম্পানিটি বলছে, ২০১৮ সালে সবচেয়ে বেশি অতিরিক্ত ব্যয় করেছে ন্যাশনাল লাইফ- তথ্যটি সঠিক নয়। বাস্তবতা হলো ২০১৮ সালে ন্যাশনাল লাইফের প্রকৃত ব্যবস্থাপনা ব্যয় হয়েছে ২৯৩ কোটি ১০ লাখ টাকা এবং এতে অনুমোদিত ব্যয় সীমার পরিমাণ ছিল ২৯৩ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ এ ক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় কম হয়েছে ২৯ লাখ টাকা।

অপরদিকে ২০১৭ সালে কোম্পানির প্রকৃত ব্যবস্থাপনা ব্যয় হয়েছিল ২৭২ কোটি ৬০ লাখ টাকা এবং তাতে অনুমোদিত ব্যয় সীমার পরিমাণ ছিল ২৭০ কোটি ৫৬ লাখ টাকা। এতে ২০১৭ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় হয় ২ কোটি ৪ লাখ টাকা।