আর্থিক প্রতিবেদনে দুই তথ্য

একই বছরে দুই বেসিকে বেতন পান প্রাইম ইন্স্যুরেন্সের সিইও

নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে বার্ষিক ৩১ লাখ ৫০ হাজার টাকা বেসিকে মোট বেতন ৮৮ লাখ ৫০ হাজার টাকা।  আবার এই একই বছরে বার্ষিক ৩১ লাখ ২৮ হাজার ২২৫ টাকা বেসিকে মোট বেতন ৯৩ লাখ ৫৬ হাজার ৪৫০ টাকা। এতে একই বছরে নেয়া মোট বেতনের পার্থক্য ৫ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।

অবিশ্বাস্য হলেও সত্য এটি প্রাইম ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদী খানমের মাসিক বেতন-চিত্র। প্রশ্ন উঠেছে কোনো সিইওর একই বছরে ২ বেসিকে ২ ধরনের মোট বেতন পাওয়ার সুযোগ আছে কি না। মোহাম্মদী খানমের বেতন নেয়ার অস্বাভাবিক এমন চিত্র উঠে এসেছে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায়।

তবে একই বছরে ২ বেসিকে ২ ধরনের মোট বেতন পাওয়ার বিষয়ে কোন ব্যাখ্যা নেই কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষকরা বলছেন, একই বছরে দুই বেসিকে বেতন নেয়ার কোনো সুযোগ নেই। আর্থিক প্রতিবেদনে দুই ধরণের তথ্য দেয়ারও কোনো সুযোগ নেই ফিনান্সিয়াল রিপোটিং এ্যাক্ট অনুসারে।

পর্যালোচনায় দেখা যায়, ২০১৭ সালের আর্থিক প্রতিবেদনের ৩৩ নং নোট অনুসারে ২০১৭ সালে মূখ্য নির্বাহীকে সর্বসাকুল্যে বেতনভাতা দেয়া হয়েছে ৮৮ লাখ ৫০ হাজার টাকা। আবার ২০১৮ সালের আর্থিক প্রতিবেদনের ৩২ নং নোটে ২০১৭ সালে অর্থাৎ ওই একই বছরে মূখ্য নির্বাহীর বেতন-ভাতা দেয়া হয়েছে ৯৩ লাখ ৫৬ হাজার ৪৫০ টাকা।

পর্যালোচনায় আরো দেখা যায়, ২০১৭ ও ২০১৮ সালের দুটি আর্থিক প্রতিবেদনে একই বছরের বেসিক বেতনসহ মোট বেতনের পার্থক্যই শুধু নয় অন্য খাতগুলোতে পার্থক্য করা হয়েছে। এর মধ্যে  উল্লেখযোগ্য হলো- বাড়ি ভাড়া ১৪ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা হয়ে গেছে ১৪ লাখ ৭৩ হাজার ২২৫ টাকা। বাড়ি রক্ষণাবেক্ষণ ৩ লাখ ৭৫ হাজার টাকা হয়ে গেছে ৮ লাখ ৮৫ হাজার টাকা।

২০১৭ সালের আর্থিক প্রতিবেদনের ৩৩ নং তথ্য অনুসারে, মূখ্য নির্বাহীর মোট বেতন দেখানো হয়েছে ৮৮ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে বেসিক  সেলারি ৩১ লাখ ৫০ হাজার টাকা, বাড়ি ভাড়া ১৪ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা, বাড়ি রক্ষণাবেক্ষণ ৩ লাখ ৭৫ হাজার টাকা, ছুটি ভাতা ৫ লাখ ৫০ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৩ লাখ ৩৫ হাজার, বিনোদন ৪ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা, উৎসব বোনাস ৫ লাখ ৫০ হাজার টাকা, পারফর্মেন্স বোনাস ও অন্যান্য ভাতা ২০ লাখ টাকা।

২০১৮ সালের আর্থিক প্রতিবেদনের ৩২ নং তথ্য অনুসারে  মূখ্য নির্বাহীর মোট বেতন দেখানো হয়েছে ৯৩ লাখ ৫৬ হাজার ৪৫০ টাকা। এর মধ্যে বেসিক  সেলারি ৩১ লাখ ২৮ হাজার  ২২৫ টাকা, বাড়ি ভাড়া ১৪ লাখ ৭৩ হাজার ২২৫ টাকা, বাড়ি রক্ষণাবেক্ষণ ৮ লাখ ৮৫ হাজার টাকা, লীভ এনক্যাশমেন্ট (ছুটি ভাতা)  ৫ লাখ ৫০ হাজার টাকা, মেডিকেল চার্জ ( চিকিৎসা ভাতা)  ১ লাখ, বিনোদন ১ লাখ ২০ হাজার টাকা, উৎসব বোনাস ৫ লাখ ৫০ হাজার টাকা, পারফর্মেন্স বোনাস ও অন্যান্যা ভাতা ২০ লাখ টাকা।

এ বিষয়ে প্রাইম ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদী খানম ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, আমাদের আর্থিক প্রতিবেদন সঠিক। এতে কোন ভুল তথ্য দেয়া হয়নি। চুক্তির বাইরে কোন অর্থ আমাকে দেয়া হয়নি। তবে অনেক সময় প্রাপ্য বছরে কোন পাওনা পরিশোধ না হলে তা পরবর্তীতে পরিশোধ করা হয়, এতে আর্থিক প্রতিবেদনে তথ্য কমবেশি মনে হতে পারে।

ফিনান্সিয়াল রিপোটিং কাউন্সিলের একজন উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপকালে তিনি বলেন, আর্থিক প্রতিবেদনে দুই ধরণের তথ্য দেয়ার সুযোগ নেই। এটা আইনের লঙ্ঘন। তবে তিনি নাম প্রকাশে রাজি হননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রতিষ্ঠানটি সুষ্টু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান।