অনুমোদন পেলো নতুন দুই সার্ভেয়ার প্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনুমোদন পেলো নতুন আরও দুই সার্ভেয়ার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হলো-মেসার্স প্রফেশনাল সার্ভেয়ার্স লিমিটেড ও জিওটিক ইন্সপেকশন। বিধি অনুযায়ী আবেদন করায় সম্প্রতি প্রতিষ্ঠান দু'টিকে জরিপকারী (সার্ভেয়ার) হিসেবে লাইসেন্স দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এ সংক্রান্ত সংশ্লিষ্ট কমিটি।

আইডিআরএ'র তথ্য অনুযায়ী, সার্ভেয়ার প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স প্রাপ্তির জন্য এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৭টি প্রতিষ্ঠান আবেদন করে আইডিআরএ'তে। যার মধ্যে ১৫টি আবেদনই নন-লাইফ বীমা জরিপকারী (লাইসেন্সিং) বিধিমালা ২০১৮ অনুযায়ী না হওয়ায় তা বাতিল করা হয়।

জানা যায়, অগ্নি, নৌ-হাল, নৌ-কার্গো, মটর, এভিয়েশন সংক্রান্ত বীমার বিপরীতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বীমা কোম্পানির কাছে বীমা দাবি অর্থাৎ ক্ষতিপূরণ চাইলে সার্ভেয়ার বা জরিপকারী তা যাচাই-বাছাই করে। জরিপকারী প্রতিষ্ঠান জরিপকার্য সম্পাদনের পর বীমা কোম্পানির কাছে কি পরিমাণ ক্ষতি হয়ে এবং এর বিপরীতে কি পরিমাণ ক্ষতিপূরণ দেয়া যেতে পারে তা রিপোর্ট আকারে পেশ করে। এর ভিত্তিতেই বীমা দাবি বা ক্ষরিপূরণের দাবির বিষয়ে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে।

তবে অভিযোগ রয়েছে, সার্ভেয়ার কোম্পানিগুলো কাজ পাওয়ার জন্য গ্রাহকের স্বার্থ রক্ষার চেয়ে বীমা কোম্পানির স্বার্থই বেশি রক্ষা করে থাকে। এতে করে বীমা দাবির বিপরীতে যথাযথ ক্ষতিপূরণ পাচ্ছে না বীমা গ্রহীতা ব্যক্তি ও প্রতিষ্ঠান।

উল্লেখ্য, বর্তমানে আইডিআরএ'র অনুমোদন প্রাপ্ত সার্ভেয়ার প্রতিষ্ঠানের সংখ্যা ১৪০টি। যাদের অনেকেরই অফিস পর্যন্ত নেই।