বাংলাদেশ কৃষি বীমার ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ’র যৌথ উদ্যোগে সম্প্রতি বাংলাদেশ কৃষি বীমার ভবিষ্যৎ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন প্রারম্ভিক বক্তব্য রাখেন।

এতে আরও উপস্থিত ছিলেন আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, বিআইএ’র ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য পিকে রায়, এফসিএ, ইমাম শাহীন এবং সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ’র কর্মকর্তাসহ অন্যান্য এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

গোলটেবিল আলোচনা উপস্থিত সকলেই বাংলাদেশের কৃষি বীমার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।