নিটল ইন্স্যুরেন্সের অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান

ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অগ্রগামী পদক্ষেপ ‘নিরাপদ’ বীমা

ডেস্ক রিপোর্ট: নিটল ইন্স্যুরেন্সের নতুন বীমা পলিসি ‘নিরাপদ’কে ডিজিটাল বাংলাদেশ গড়ার দিকে একটি বিশাল অগ্রগামী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘নিরাপদ’ বীমা পলিসির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এটি দেশের প্রথম সর্বাঙ্গীন অনলাইন নির্ভর প্রাইভেট কার ইন্স্যুরেন্স পলিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র প্রাক্তন সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও বিআইএ’র ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম মাহবুবুল করিম।

আইডিআরএ চেয়ারম্যান আরো বলেন, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পরে আর দেশের মানুষের জন্য এরকম একটি রোমাঞ্চকর ও উদ্ভাবনী পলিসি’র মোড়ক উন্মোচনের সুযোগ দিয়ে আমাকে সম্মানিত করায় আমি আনন্দিত।

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেন, নিটল ইন্স্যুরেন্স নতুন নতুন কার্যকরী বীমা পলিসি উন্নয়নে অগ্রণী হয়ে উঠছে। ‘নিরাপদ’র মতো পলিসিগুলো সামগ্রিক বীমা শিল্পের মান বাড়াতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী।

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র প্রাক্তন সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, নিটল ইন্স্যুরেন্স তার গ্রাহকদের কাছে নতুন মাত্রার ইন্স্যুরেন্স পলিসি এনে দেয়ার জন্য বিগত দুই দশক ধরে অবিরত কাজ করে চলেছে। সেই প্রক্রিয়ারই সফল আত্মপ্রকাশ হলো ‘নিরাপদ’।

নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও বিআইএ’র ভাইস-প্রেসিডেন্ট একেএম মনিরুল হক বলেন, আমাদের গ্রাহকদের জন্য আজ এই পলিসি শুরু করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি যে, এটা দেশের প্রাইভেট কার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটি বিপ্লব নিয়ে আসবে।

উল্লেখ্য, ‘নিরাপদ’ হবে দেশের একমাত্র পরিপূর্ণ প্রাইভেট কার ইন্স্যুরেন্স পলিসি। কারণ এটি গাড়ির নিজস্ব ক্ষতি, তৃতীয় পক্ষের শারীরিক ক্ষয়-ক্ষতি বা মৃত্যু ও সম্পদের ক্ষতি, ব্যক্তিগত দুর্ঘটনার দায়বদ্ধতাসহ গাড়ির ট্র্যাকারও কভার করবে।

এ ছাড়াও এই পলিসি প্রাকৃতিক দুর্যোগে কভারেজ ও অন্যান্য বিবিধ বিষয়েরও সহায়তা প্রদান করবে। আর এ সবচাইতে ভালো দিকটি হলো- গ্রাহকরা এই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ইএমআই এর মাধ্যমে প্রদান করতে পারবেন।