কেউ অনিয়ম করলে তাকে ধরিয়ে দিন: বিআইএ প্রেসিডেন্টের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদেক: বীমাখাতে কেউ ১৫ শতাংশের বেশি কমিশন দিলে তাকে ধরিয়ে দিন। নিয়ন্ত্রক সংস্থা অনিয়ম পেলে কোম্পানির লাইসেন্স বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নেবে। আজ বুধবার নিটল ইন্স্যুরেন্সের অনলাইন মোটর বীমা ‘নিরাপদ' এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

শেখ কবির হোসেন বলেন, আইডিআরএ’র ৬২ নং সাকুলার বাস্তাবায়নে আমরা একমত হয়েছি। যে কোনভাবে এটিকে বাস্তবায়ন করতে হবে। ১৫ শতাংশের বেশি কমিশন দেয়ার আর কোন সুযোগ নেই। কেউ যদি তা করে তাহলে আপনারা নজর রাখুন। চোখ কান খোলা রাখুন। তাদেরকে ধরিয়ে দিন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে তারা এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিবে। প্রয়োজনে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স বাতিলের উদ্যোগ নিবে নিয়ন্ত্রক সংস্থা।

শেখ কবির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বীমা পরিবারের সদস্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমাখাত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে হলে বীমাখাতের উন্নয়ন করতে হবে। তাই এখনই সময় বীমাখাতে দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া। এবার যদি কমিশন বন্ধ করা না যায় তাহলে এখাত ধ্বংস হয়ে যাবে।

এ সময়ে তিনি নিটল ইন্স্যুরেন্সের নতুন বীমা প্ররিকল্প নিরাপদ এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এটি একটি যুগান্তকারি পদেক্ষপ। এ পরিকল্পে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। অথচ তা আগে ছিল মাত্র ২০ হাজার টাকা। এ পরিকল্প দেশের মানুষের কাছে বীমার ইতিবাচক ইমেজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি অন্যান্য কোম্পানিকে পরিকল্পটি চালুর উদ্যোগ নেয়ার আহবান জানান।